আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উত্তরা আজমপুর এলাকায় বিক্ষোভ শুরু হয়। এতে আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত উভয় পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও প্রাণহানির দায়ে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে, আন্দোলন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএনএস সেন্টার ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাস্থলে দায়িত্বে থাকা একাধিক পুলিশ কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।