ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রামপুরায় ঘুমের ওষুধ খাইয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:১০ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরা আয়েশা প্যালেস নামের একটি অ্যাপার্টমেন্টে ঘুমের ঔষধ সেবন করিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী যুবতীর বয়স আনুমানিক ২৪ বছর।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই যুবতীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসে রামপুরা থানা পুলিশ। 

রামপুরা থানার উপ পরিদর্শক (এসআই) আলিমুল আলী রাজি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ওই নারীকে পূর্ব রামপুরার প্যালেস নামের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। পরে ওই নারীকে ঘুমের ওষুধ খাইয়ে অভিযুক্ত মো. মেহেদী হাসান মাহিম ধর্ষণ করেন।

এস আই আরও জানান, পরে ওই নারী বিষয়টি জানতে পেরে রামপুরা থানায় মামলা দায়ের করে মামলা নং (১৮)১৩/০৯/২৫ । পরবর্তীতে রামপুরা থানা পুলিশ ভুক্তভোগী নারীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী নারীটি ঢামেক হাসপাতালের ২১২ নং ওয়ার্ডের পরীক্ষার জন্য রয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।