দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তারা সাতটি জেলা স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দিয়েছে।
বাফুফে দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামগুলো বরাদ্দের জন্য আবেদন করে আসছিল। এর কারণ, ফিফা (FIFA) ও এএফসি (AFC) থেকে অর্থায়ন পেতে হলে দীর্ঘমেয়াদি বরাদ্দ অপরিহার্য।
সংস্থা দুটির নিয়ম অনুযায়ী, কোনো স্টেডিয়ামের মালিকানা ২৫ বছরের কম হলে তারা সেখানে উন্নয়নের জন্য কোনো অর্থায়ন করে না।
বাফুফে জানিয়েছে, এই দীর্ঘমেয়াদি বরাদ্দের ফলে স্টেডিয়ামগুলো সংস্কার ও আধুনিকায়ন করা সম্ভব হবে, যা বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক মানের করে তুলতে সাহায্য করবে।
বরাদ্দপ্রাপ্ত স্টেডিয়ামগুলো হলো
নীলফামারী স্টেডিয়াম
গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম
নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম
কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম
সিলেট জেলা স্টেডিয়াম
এনএসসি এই বরাদ্দ কিছু শর্তের অধীনে দিয়েছে। এসব স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, ভূমি করসহ যাবতীয় খরচ বাফুফেকে বহন করতে হবে। একই সঙ্গে আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব নিয়মিতভাবে এনএসসিকে জানাতে হবে।
তবে এনএসসি প্রয়োজন মনে করলে তিন মাসের নোটিশে এই বরাদ্দ বাতিল করার ক্ষমতাও রাখে।