এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (এবিএফ) অ্যাওয়ার্ডস ২০২৫-এ চারটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় টেকসই অবকাঠামো অর্থায়ন, সবুজ জ্বালানিতে বিনিয়োগ এবং উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির অগ্রণী ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং হোলসেল ব্যাংকিং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ইডকলকে এই চারটি পুরস্কারে ভূষিত করা হয়।
এবিএফ অ্যাওয়ার্ডস এশিয়ার প্রজেক্ট ফাইন্যান্স ও ফান্ড ম্যানেজমেন্ট খাতে অসাধারণ কর্মদক্ষতা, উদ্ভাবন ও প্রভাবশালী কার্যক্রমের জন্য স্বীকৃতি দিয়ে থাকে।
ইডকল যেসব পুরস্কার অর্জন করেছে:
- গ্রিন ডিল অব দ্য ইয়ার।
- প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ডিল অব দ্য ইয়ার (বাংলাদেশ)।
- ডোমেস্টিক প্রজেক্ট ফাইন্যান্স ব্যাংক অব দ্য ইয়ার।
- গ্রিন ফাইন্যান্সিং ব্যাংক অব দ্য ইয়ার (বাংলাদেশ)।
এই অর্জনগুলো ইডকল-এর জলবায়ু-স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং বাণিজ্যিকভাবে টেকসই অবকাঠামো ও জ্বালানি সমাধানে নেতৃত্বের প্রমাণ বহন করে।
উল্লেখযোগ্যভাবে, গ্রিন ডিল অব দ্য ইয়ার পুরস্কারটি মালাওয়ির অফ-গ্রিড বিদ্যুৎ বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে ২০ মিলিয়ন ডলারের একটি তহবিল ব্যবস্থাপনার জন্য প্রদান করা হয়েছে।
প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ডিল অব দ্য ইয়ার পুরস্কারটি দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ১১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র অর্থায়নের জন্য, যা প্রায় ৫ লাখ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান উপকৃত করবে।
ডোমেস্টিক প্রজেক্ট ফাইন্যান্স ব্যাংক অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছে সিরাজগঞ্জে নির্মিত একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য, যা প্রতিবছর প্রায় ৭৩,৮০০ টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসে সহায়ক হবে।
আর গ্রিন ফাইন্যান্সিং ব্যাংক অব দ্য ইয়ার পুরস্কারটি এসেছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কার্বন নির্গমন কমাতে ইডকল-এর অবদানের জন্য, যেখানে ইতোমধ্যে ১৬৩ মেগাওয়াট-পিক ক্ষমতার ৪৮টি সোলার রুফটপ প্রকল্পে অর্থায়ন করেছে প্রতিষ্ঠানটি।
ইডকল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর মোরসেদ বলেন, ‘এই সম্মাননাগুলো আমাদের ক্লাইমেট-স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও বাণিজ্যিকভাবে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ গঠনের প্রতিফলন। আমরা মালাওয়ি ও বাংলাদেশের জনগণের জন্য কার্যকর এবং পরিবেশবান্ধব অর্থনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’
এই অর্জনের মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন হিসেবে ইডকল তার অবস্থান আরও সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও রেয়াতি মূলধনের সদ্ব্যবহার, পরিচ্ছন্ন জ্বালানি বিস্তার এবং অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিম্ন-কার্বন অর্থনীতির লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :