১০ বছর পর দেশে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:১৬ পিএম

১০ বছর পর দেশে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান

ছবি সংগূহীত

ঢাকা: লন্ডন থেকে দেশে ফিরেছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। ফ্যাসিবাদ  আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় ১০ বছর পরে গত রোববার তিনি দেশে ফিরেছেন। তার দেশের ফেরার খবর নিশ্চিত করেন ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী মাহমুদ হাসান। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, আবদুজ জাহের রোববার লণ্ডর থেকে দেশে ফিরেছেন।

আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের বর্তমানে ইবনে সিনা ট্রাস্টি বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এছাড়া আবদুজ জাহের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।তিনি পদত্যাগ করার পর ইবনে সিনা ট্রাস্ট ইসলামী ব্যাংকের সব শেয়ার বিক্রি করে দেয়।

আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের বোর্ডে ছিলেন।

ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটির বোর্ডে পরিবর্তনের আগে আবদুজ জাহের চেয়ারম্যান পদ থেকে ২০১৫ সালে পদত্যাগ করার পর তিনি দেশ ছাড়েন। এরপর ২০১৬ সাল থেকে ইসলামী ব্যাংকে শুরু হয় আওয়ামী লীগের জামাতমুক্তকরণ প্রক্রিয়া।

 

আরবি/এস

Link copied!