১৯ থেকে ২৩ ডিসেম্বর আইভিএস সিস্টেম বন্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৭:৩৩ পিএম

১৯ থেকে ২৩ ডিসেম্বর আইভিএস সিস্টেম বন্ধ

ছবি, সংগৃহীত

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেটওয়ার্ক স্থানান্তর করতে ৯৬ ঘন্টা আইভিএস সিস্টেম বন্ধ রাখবে। আগামী ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা সিস্টেব বন্ধ থাকবে। এই সময়ের বা পরে করদাতা ও ভ্যাট কর্মকর্তাদের কার্যক্রম সম্পন্ন করা আহ্বান জানিয়েছে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ডের নেটওয়ার্ক সরবরাহের জন্য নিযুক্ত ভেন্ডর প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেড তার দায়িত্ব বুঝে নেবে। তার আগের সরবরাহক প্রতিষ্ঠান ছিল এক্সেস টেলিকম (বিডি) লিমিটেড। নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ করতে ৯৬ ঘন্টা সময় দরকার হবে বলে জানিয়েছে উভয় প্রতিষ্ঠান।

তাই বিষয়টি ‘আইভিএস সিস্টেম’ সংশ্লিষ্ট সকল করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনকে রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করেছে এনবিআর।

বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর জানায়, নেটওয়ার্ক ও ডিএনএস পরিবর্তন কার্যক্রম সম্পাদন আইভএসিটিম, সফটওয়্যার ভেন্ডর প্রতিষ্ঠান এফটিপি আইএস কোম্পানি লি., এক্সেস টেলিকম ও বিডিকম সমন্বিতভাবে কাজ করছে। তাই আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মোট ৯৬ ঘন্টা আইভিএস সিস্টেমের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এই সময়ের আগে বা পরে সংশ্লিষ্ট সকল করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরী কার্যক্রম সম্পন্ন  করতে আহ্বান জানিয়েছে এনবিআর।

এ প্রসঙ্গে এনবিআরের জনসংযোগ (তথ্য) কর্মকর্তা আল আমিন রূপালী বাংলাদেশকে বলেন, আশা করছি নির্দিষ্ট সময়ে আগেই সিস্টেম চালু হবে।

আরবি/এস

Link copied!