জাবির শহীদ সালাম বরকত হলে বাঁধনের ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৮:১১ পিএম

জাবির শহীদ সালাম বরকত হলে বাঁধনের ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: ‍‍`একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন।  এই স্লোগান কে সামনে রেখে বাঁধনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  (জাবি) জোন ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। যা বিকাল ৪ টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে।

এসময় শহীদ সালাম বরকত হল ইউনিটের সভাপতি মোঃ সোহান বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। এই স্লোগানকে সামনে রেখে, নবীন দের রক্তের গ্রুপ নির্ণয় করা শেখানো ও রক্তদানে উদ্বুদ্ধ করার জন্য আমাদের আজকের এই ক্যাম্পেইন। আশা করছি এর মাধ্যমে নবীনরা বাঁধনের সাথে কাজ করার আগ্রহ পাবে।


শহীদ সালাম বরকত হল ইউনিটের জোনাল প্রতিনিধি হাসনাতুজ্জামান তানিম বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্নার বাঁধন।  এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই, সেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন বাঁধন কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে, বাঁধন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোনের একটি  ইউনিট সালাম বরকত হল সবসময়ই ডোনার সংগ্রহ এবং জোনের অন্যান্য ক্যাম্পেইন এ পাশে থাকার চেষ্টা করে। পাশাপাশি নবীন ব্যাচ এর জন্যে নবীন বরণ এবং বিদায়ী ব্যাচ থেকে ৫ বারের বেশি রক্ত দাতাদের ডোনার সম্মাননা এবং সার্টিফিকেট প্রদান করা হয়, সেই পরিপ্রেক্ষিতে আজকে ছিল বিনামূল্যে ব্লাড গ্রুপিং এবং জুনিয়র ব্যাচ থেকে নতুন ডোনার সংগ্রহ  ক্যাম্পেইন। দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই, রক্তের অভাবে যেন একটি প্রাণ ও না ঝড়ে এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

এছাড়াও শহীদ সালাম বরকত হল প্রাধাক্ষ্য অধ্যাপক আব্দুল হালিম বলেন, বাঁধন একটি অরাজনৈতিক স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন যা মানুষ জীবন বাঁচাতে নিরলস কাজ করে যাচ্ছে। সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়ে আসছে। নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করা বাঁধনের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং এই মহৎ কাজটি তারা চালিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি।

উল্লেখ্য, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে স্বেচ্ছায় রক্তদাতাদের এই সংগঠনটি। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে বাঁধনের কার্যক্রম। ৫ জানুয়ারি ২০০৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

আরবি/এস

Link copied!