ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

আশুলিয়ায় গ্যাস লিকেজে নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ

মাসুদ রানা
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৩:৫৯ পিএম
প্রতীকী ছবি

আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চার গার্মেন্টস শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) ভোরে জিরাবোর পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মিজানুর রহমান (২৮), তার স্ত্রী সাবিনা বেগম (২৫), প্রতিবেশী জয়নাব বেগম (২৯) এবং তার ভাগনে আশরাফুল ইসলাম (২৮)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সাবিনা বেগমের ভাই সোহেল রানা জানান, ভোর পৌনে ছয়টার দিকে সাবিনা রান্নার প্রস্তুতি নিতে গিয়ে চুলা জ্বালানোর মুহূর্তে বিস্ফোরণ ঘটে। আগুনে দগ্ধ হন সাবিনা ও তার স্বামী। চিৎকার শুনে প্রতিবেশী জয়নাব ও আশরাফুল ছুটে এসে উদ্ধারের চেষ্টা করলে তারাও আগুনে পুড়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘জয়নাবের শরীরের ৪৮ শতাংশ, আশরাফুলের ৪৫ শতাংশ, মিজানুরের ২০ শতাংশ এবং সাবিনার ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হচ্ছে পুরোনো ও নিম্নমানের গ্যাস সিলিন্ডার। বিষয়টি বারবার সংশ্লিষ্টদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জিরাবোর পুকুরপাড় এখন নিস্তব্ধ, পোড়া গন্ধ আর আতঙ্কে ছাওয়া। আর হাসপাতালের বার্ন ইউনিটে চারজন মানুষ যুদ্ধ করছেন বেঁচে থাকার জন্য।

জিরাবোর পুকুরপাড় এখন নিস্তব্ধ, চারপাশে পোড়া গন্ধ আর আতঙ্কের ছায়া। হাসপাতালের বার্ন ইউনিটে জীবন বাঁচাতে লড়ছেন চারজন মানুষ।