রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডা পাঁচতলা বাজার এলাকার একটি বাসা থেকে রহিমা আক্তার (২১) নামে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১৩ জুলাই) বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রহিমা বরগুনা সদর উপজেলার বুনিয়া গ্রামের মজিবুর প্যাদার মেয়ে। তিনি স্বামী ও ছয় মাস বয়সী সন্তানসহ বাড্ডা এলাকায় একটি টিনশেড ঘরে ভাড়া থাকতেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা (সোমা) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর কলহের জেরে অভিমানে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রহিমার স্বামী পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মরদেহের প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজন হলে মামলা গ্রহণ করা হবে।
নিহতের ভাই নিয়ামত জানান, আমার বোন ও বোনজামাই ‘বিগ বস’ নামে একটি গার্মেন্টসে চাকরি করত। প্রেমের সম্পর্ক থেকেই তাদের বিয়ে হয়েছিল। তাদের ছয় মাস বয়সী একটি সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে জানা গেলেও আমরা এটিকে হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছি, কারণ ঘটনার পর থেকেই তার স্বামী নিখোঁজ।
পুলিশ জানিয়েছে, রহিমার মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।