ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

হামলাকারীরা গ্রেপ্তার না হলে লং মার্চের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম
গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। ছবি- সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে শুক্রবার গোপালগঞ্জ অভিমুখে হাজার হাজার মানুষ নিয়ে লং মার্চ করা হবে।’

সরকারে দুই ছাত্রনেতা থাকার পরও গোপালগঞ্জে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলে হাদি বলেন, ‘সরকারে থেকেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়?’

এ সময় শাহবাগ থানার সামনে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন তিনি। বলেন, ‘আমরা এখন শাহবাগ থানায় যাচ্ছি। আমাদের ভাইদের নিরাপদে ফিরিয়ে না আনলে কাউকে এখানে মুক্ত থাকতে দেওয়া হবে না।’

হুঁশিয়ারি দিয়ে হাদি বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচি হবে, তবে কেউ উসকানি দিলে স্যান্ডেল মেরে দাঁত ভেঙে দেওয়া হবে।’

ইনকিলাব মঞ্চের আরেক নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, ‘এই হামলার উদ্দেশ্য জুলাই সনদ বাতিল করা। দিল্লির হনুমানদের বিদায় না করলে এই সনদ আদায় হবে না।’

সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল করে টিএসসি থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানে হামলাকারীদের বিচার ও মুজিববাদের বিরোধিতা করেন।