ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

উত্তরায় টহল পুলিশের পাশে ককটেল বিস্ফোরণ, আহত দোকানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:২০ পিএম
উত্তরা থানা। ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের পাশেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সুলতান (৫০) নামের এক সিগারেট দোকানদার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে উত্তরা হাউজ বিল্ডিংয়ের নর্থ টাওয়ার সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্র ও থানা পুলিশের তথ্যমতে, রাতে ওই এলাকায় কয়েকজন পুলিশ সদস্য নিয়মিত টহলে ছিলেন। হঠাৎ করেই তাদের একেবারে নিকটবর্তী স্থানে একটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় নর্থ টাওয়ারের কোণায় অবস্থানরত দোকানদার সুলতান আহত হন। তার বাম পায়ে আঘাত লাগে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি (অপারেশন) নজরুল ইসলাম বলেন, ‘রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে নর্থ টাওয়ারের কোণায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে দোকানদার সুলতান আহত হন। বিস্ফোরণের সময় আমাদের পুলিশ সদস্যরা কাছাকাছি ছিলেন, তবে তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।’

তিনি আরও জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে।’

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকার সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে পুলিশ উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে।