ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

কারা অধিদপ্তরে কর্মরত এআইজি প্রশাসনের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:৩৭ পিএম
আবু তালেব। ছবি- সংগৃহীত

রাজধানীর চকবাজার থানার বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে আবু তালেব (৫০) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সে এআইজি (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১৭ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আজিম জানান, রাতের শেষদিকে অসুস্থ হয়ে পড়লে বাবাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মৃত কর্মকর্তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।