মেলবোর্নের একটি সুপারমার্কেট থেকে প্রায় এক কোটি অস্ট্রেলীয় ডলার মূল্যের গুঁড়া দুধ, ওষুধ, ভিটামিন, প্রসাধনী ও টয়লেট্রিজ চুরির অভিযোগে ১৯ ভারতীয়কে আটক করেছে পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এবিসি নিউজ।
প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, ‘অপারেশন সুপারনোভা’ নামে পরিচিত এই তদন্তে আন্তর্জাতিক ছাত্রদের জড়িত একটি অভিযোগিত সিন্ডিকেটকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছিল, যাদের বেশিরভাগই অস্থায়ী, ছাত্র বা ব্রিজিং ভিসায় ভারত থেকে এসেছে বলে পুলিশ জানিয়েছে। অভিযান পরিচালনা করেছে বক্স হিল ডিভিশনাল রেসপন্স ইউনিট। এতে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স সহযোগিতা করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটকদের মধ্যে তিন জন যুবক (২০-এর ঘরে বয়স) প্রত্যেকে এক লাখ ডলারেরও বেশি মূল্যের জিনিস চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা করা হয়েছে এবং আদালতে হাজির না হওয়া পর্যন্ত জেল হেফাজতে রাখা হবে।
অস্ট্রেলীয় পুলিশ জানায়, খুচরা চুরি এখন ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অপরাধগুলোর একটি। গত এক বছরে এ ধরনের ৪১ হাজার ২৭০টি অপরাধ রেকর্ড হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি। অভিযুক্ত চোররা গত পাঁচ মাসে শিশুর ফর্মুলা, ওষুধ, ভিটামিন, ত্বকের যত্নের পণ্য, বৈদ্যুতিক টুথব্রাশ এবং প্রসাধন সামগ্রী চুরি করে করে ‘রিসিভারদের’ হাতে তুলে দিত। পরে এসব পণ্য আবার বাজারে বিক্রি হতো।