ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মতবিনিময় সভা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:২২ এএম

ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়র প্রত্যাশী অ্যাডভোকেট লাবাবুল বাশারের ‘কেমন শৈলকুপা চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শৈলকুপা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন। শৈলকুপা পৌরসভার হাবিবপুর গ্রামের সন্তান এবং এনসিপি শৈলকুপার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট লাবাবুল বাশার বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আমি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি। এলাকার গরিব ও দুঃখী কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। যদি আমাকে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে এনসিপি (শাপলা কলি প্রতীক) দলীয় মনোনয়ন দেওয়া হয়, তবে আমি নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণের ইতিবাচক সাড়া পেয়ে আমি বিপুল ভোটে জয় অর্জনের বিষয়ে আশাবাদী।’

সভায় উপস্থিত ছিলেন, শৈলকুপা এনসিপির যুগ্ম সমন্বয়ক আব্দুর রহিম, রাশেদ আহমেদ নবাবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অ্যাডভোকেট লাবাবুল বাশার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।