ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ক্রিকেট ব্যাটের ভেতরে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ, আটক ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৩:৩০ পিএম
কক্সবাজার বিমানবন্দরে আটক দুই পাচারকারী। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়া ফ্লাইটে ওঠার আগেই নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়ে ফাঁপা করা ক্রিকেট ব্যাটের ভেতর লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবা।

আটককৃতরা হলেন মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)। তাদের বিমানবন্দরের নিরাপত্তা চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে ক্রিকেট ব্যাটের ভেতর ব্যতিক্রমী বস্তু থাকার ইঙ্গিত পাওয়া গেলে ব্যাট খুলে দেখা যায়, এর ভেতরে বিশেষ কৌশলে লুকানো রয়েছে ইয়াবা ট্যাবলেট।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য ও বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে মাদকের এই চালান জব্দ করেন।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ‘মাদক চক্র এখন খেলাধুলার সামগ্রী, ইলেকট্রনিক্স, আসবাব এমনকি গৃহস্থালী পণ্যের ভেতর লুকিয়ে পাচারের নতুন কৌশল নিচ্ছে। আমাদের সদস্যরা সতর্ক দৃষ্টি রেখে কাজ করছে, যার ফলেই এই ধরনের চতুরতা ধরতে পারছি।’

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, ‘ইয়াবাগুলো ব্যাটের ফাঁপা জায়গায় রেখে পুটির মতো পদার্থ দিয়ে সিল করা হয়েছিল, যাতে বাইরে থেকে দেখে বুঝা না যায়। তবে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি এবং নিরাপত্তাকর্মীদের তৎপরতায় সেটি ধরা পড়ে।’

আটক দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।