নরসিংদীর বেলাব উপজেলাকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বেলাব উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি এবং উন্নয়নের স্বার্থে স্বতন্ত্র সংসদীয় আসনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পরিষদের প্রতিষ্ঠাতা মো. ইসলাম উদ্দিন সত্যবাদী বক্তব্যে জানান, ‘বেলাব উপজেলা দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে অবহেলিত। এই অঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এবং তারা নিজস্ব সংসদ সদস্য (এমপি) চায়। বেলাববাসীকে আর বঞ্চিত রাখা যায় না। স্বতন্ত্র সংসদীয় আসন ছাড়া এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের কণ্ঠস্বর সঠিকভাবে প্রতিনিধিত্ব করা সম্ভব নয়।’
তিনি আরও জানান, বেলাবের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের কাছে তাদের এই দাবি জোরালোভাবে উত্থাপন করা হবে।
মানববন্ধনে পরিষদের অন্যান্য নেতারা বলেন, বেলাব উপজেলার ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এটিকে স্বতন্ত্র সংসদীয় আসন করা জরুরি। এতে স্থানীয় সমস্যা সমাধান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং জনগণের অধিকার নিশ্চিত করা সহজ হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে দাবি তুলে ধরেন।
তারা সরকারের কাছে অবিলম্বে বেলাবকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণার জন্য আহ্বান জানান।
পরিষদের নেতারা জানান, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।