রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে মো. মনির (৫০) নামে এক চা দোকানি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধনিয়া সরাই মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
মনিরের ছেলে মিরাজ জানান, তার বাবা সকালের দিকে নিজের চা দোকানে গলায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে খবর পেয়ে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার বাবা এলাকার কিছু মানুষের কাছে টাকা ধার নিয়েছিলেন। ওই মানুষগুলো এসে তার বাবাকে বকাঝকা করলে অপমান সহ্য করতে পারেননি তিনি। পরে নিজ দোকানেই গলায় ফাঁস দেন। তাদের গ্রামের বাড়ি ভোলা সদরের পূর্ব চরকালি এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী ধনিয়া এলাকায় পরিবারসহ থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

