ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নির্মাণাধীন ভবনে যুবকের বস্তাবন্দি লাশ

ঢামেক প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৪:৩১ পিএম
নির্মাণাধীন ভবনে মিলল যুবকের বস্তাবন্দি লাশ

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ ভিসার গলি এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় বস্তাবন্দি ও পা বাঁধা গেঞ্জির ছেঁড়া অংশ দিয়ে গলা বাঁধা অবস্থায় অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. রাসেল সরদার জানান, ‘আমরা রাত ১টার দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী সায়দাবাদ ভিসার গলি জনৈক ফারুক আহমেদের নির্মাণাধীন ভবনের নিচতলায় বস্তাবন্দি ও পা বাঁধা গলায় গেঞ্জির ছেঁড়া অংশ দিয়ে বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।’

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, অজ্ঞাত সন্ত্রাসীরা কয়েকদিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তার মুখ বেঁধে ওখানে রেখে যায়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।