ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৮:৫৮ এএম
মতিঝিলের শাপলা চত্বর। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকাতে প্রায় প্রতিদিনি বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায় ‘শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের প্রধান আলোচক থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বেলা ১১টায় বৈঠক করবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দল। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনাসভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জাতীয় পার্টির কর্মসূচি

জাতীয় পার্টি কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টায় ‘উপজেলা দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বক্তব্য দেবেন জাতীয় পার্টির মহা-সচিব শামীম হায়দার পাটোয়ারীসহ অন্য নেতারা।