ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থার’, তাণ্ডব চালাবে কেরালা থেকে ওড়িশা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৪:৫৩ পিএম
ঘূর্ণিঝড়ের স্যাটেলাইট চিত্র। পুরোনো ছবি

আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। ঘূর্ণিঝড় রূপ নিলেই এর নাম হবে ‘মন্থার’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তলিয়ে যেতে পারে দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা। এমনটাই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে আইএমডি জানিয়েছে, সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবর গভীর নিম্নচাপে এবং পরের দিন ২৭ অক্টোবর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমনটা হলে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। একই সঙ্গে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর যদি দিক পরিবর্তন করে তবে কলকাতাসহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেও তাণ্ডব চালাতে পারে ‘মন্থার’।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় ‘মন্থার’ অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে রয়েছে ১৩টি দেশ। তারাই এ নামকরণগুলো করে। দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এ ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার (২৪ অক্টোবর) বিশেষ এক আবহাওয়া বুলেটিন দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে গেলেও এর প্রভাব পড়বে বাংলাদেশেও। তাই ঘূর্ণিঝড়ের সময়ে বৃষ্টি, বাতাস ও জোয়ার বাড়ার কারণে উপকূলীয় অঞ্চলে জরুরি ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। নিরাপত্তা ও জীবনরক্ষায় সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তারা।