বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এর মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে টানা পাঁচদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনাও দেখছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নতুন এই লঘুচাপটি তৈরি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই।
এ বিষয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‘সম্ভাব্য লঘুচাপটি ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে স্থলভাগে পৌঁছানোর পর এটি কিছুটা উত্তর দিকে সরতে পারে। তখন পশ্চিমা বাতাসের ধাক্কায় এর মেঘমালা বাংলাদেশের আকাশে প্রবেশ করতে পারে।’
তিনি আরও জানান, বর্তমানে দেশের আকাশে আর্দ্রতা কিছুটা বেড়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে লঘুচাপটি স্থলভাগে প্রবেশের পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের শেষভাগে মৌসুমি বায়ুর দুর্বল প্রভাবে সাধারণত বৃষ্টি কমে যায়। তবে এ সময় সাগরে ঘনঘন লঘুচাপ তৈরি হলে তা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মাঝেমধ্যে অস্বাভাবিক বৃষ্টির কারণ হতে পারে।

