ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০১:৪৩ পিএম
গ্রেপ্তার যুবক লিটন ত্রিপুরা। ছবি - সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আলুটিলা পর্যটন এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকের নাম লিটন ত্রিপুরা (২৪)। তিনি খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদরের স্কুল শিক্ষিকা তার বন্ধুর সঙ্গে আলুটিলা এলাকায় ঘুরতে যান। এ সময় লিটন ত্রিপুরা তাদের জিম্মি করে শিক্ষিকাকে ঝোপে নিয়ে ধর্ষণ করেন। শিক্ষিকার বন্ধুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে লিটনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লিটনকে থানায় নিয়ে যায়।

মাটিরাঙ্গা থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, ভিকটিম স্কুল শিক্ষিকা লিটন ত্রিপুরার নামে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।