বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে চিংড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মতিয়ার রহমান মারা যায়। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার (ওসি) মতলুবর রহমানের মুঠোফনে বার বার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্বভ হয়নি।

