নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের চাপায় অটোরিকশা চালকসহ ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাধবদীর রাইনাদি এলাকার রবিউল্লাহ এর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের রাইনাদী এলাকা অতিক্রম করছিলেন।
এ সময় মাধবদী থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময় দ্রুতগামী বাসটি যাত্রীবাহি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে সামনে নিয়ে যায়।
এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিয়াম নামে এক যাত্রী মারা যায়। স্থানীয়রা বাকীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকি’সা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশা চালক ফাহিম ও ঢাকা মেডিকেলে চিকিসাধীন অবস্থায় সাব্বির মারা যায়।
তিনজনের মরদেহ এলাকায় নিয়ে আসলে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইটাখোলা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রাতে বাসের চাপায় দুইজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবর আমরা এখন পাইনি, এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে। আর ঘাতক বাসকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


