ঢাকা রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ঝগড়া করে বাসা থেকে বের হওয়া ফারুকের মরদেহ মিলল ধানমন্ডি লেকে

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:০২ পিএম
ছবি- সংগৃহীত

মায়ের সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন মো. ওমর ফারুক (১৮)। এরপর রোববার (০৫ অক্টোবর) তার মরদেহ ধানমন্ডির সুদাসদনের পেছনে লেকের পানিতে ভেসে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা-পুলিশ৷

গেল শুক্রবার মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল ফারুক।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, ধানমন্ডি ৫ নম্বর রোডে নাইওরী হোটেলের পাশে লেকের পানিতে একজনের লাশ ভাসছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে এসে পরিবারের লোকজন ওই যুবকের মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, ওমর ফারুকের বাবার নাম আব্দুল কুদ্দুস মোল্ল্যা। বাসা হাজারীবাগ বউবাজার সনাতন ঘর এলাকায়। সে পড়ালেখা করত না, বেকার বাড়িতে বসা ছিল। এসব নিয়ে শুক্রবার দুপুরে মা মোছা. জেসমিন আক্তারের সঙ্গে তার রাগারাগি হয়। ওইদিন বেলা ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে আসে৷ এরপর আর বাসায় ফেরেনি। পরিবার সদস্যরা ভেবেছিলেন, কোন বন্ধুর বাসায় রয়েছে সে। তবে সবশেষ আজ রোববার সকালে লেক থেকে তার লাশ উদ্ধার হয়েছে।

ওমর ফারুকের মৃত্যু কীভাবে হয়েছে সেটা জানার জন্য তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানা গেছে।