ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

যাত্রাবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৩:১৩ পিএম
ঢাকা মেডিকেল কলেজের ভবন। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাইতুল রহমত নূরানী মাদ্রাসার সামনে চোর সন্দেহে বাপ্পি নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, বাপ্পি শ্রমিকের কাজ করতেন। এলাকার লোকজন চোর সন্দেহে তাকে দীর্ঘ সময় ধরে অমানবিক নির্যাতন করে। এতে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।

নিহত বাপ্পির বাড়ি বাগেরহাট শরণখোলা উপজেলার কদমতলা গ্রামে। তার বাবা মো. শাহজাহান রিকশা চালক আর মা পারুল বেগম কারখানা কাজ করেন। থাকেন ধোলাইপাড় প্রেমগলির মজিবর মুন্সির বাড়িতে।

নিহত বাপ্পির গ্রামে বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা থানার নলবুনিয়া গ্রামের মোঃ শাহজাহানের সন্তান। বর্তমানে ধোলাইপাড় যুক্তিবাদী গলি শ্যামপুর এলাকায় থাকতেন। পেশায় শ্রমিকের কাজ করতেন।