ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ১৪ ঘর ভস্মীভূত

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৫:০৩ পিএম
আগুন। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর কৈলাশ মেম্বারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন: মনোরঞ্জন বর্মণ, দ্বীপক বর্মণ, শ্রী দর্প বেওয়া, কমল চন্দ্র রায়, ধর্মকান্ত রায় ও পুলেন চন্দ্র রায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয় মনোরঞ্জন বর্মণের রান্নাঘর থেকে। সকালে রান্না শেষ করে পরিবারের সদস্যরা কাজের সন্ধানে বাইরে গেলে দুপুরে হঠাৎ রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। 

স্থানীয়রা দ্রুত শিশুদের নিরাপদে সরিয়ে ফেলে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রান্না ঘরের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ৬ পরিবারের ১৪টি ঘর পুড়ে যায় এবং প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’