ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঢামেকে প্রতারক চক্রের সদস্য আটক

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০৫:০২ পিএম
আটককৃত প্রতারক। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গের সামনে থেকে ওয়াসিফ আলম (৩৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যরা। বুধবার (১২ নভেম্বর) রাতে মর্গের সামনে তার চলাফেরা সন্দেহ হলে টহলরত আনসার সদস্যরা তাকে আটক করে।

ঢাকা মেডিকেলের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো.  আলমগীর হোসেন জানান, মেডিকেলের মর্গের সামনে ওই প্রতারককে জিজ্ঞাসাবাদ করলে, কোনো সদুউত্তর দিতে পারেননি। পরে আনসার সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।

তিনি জানান, অভিযুক্ত ওই প্রতারককে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা পয়সা ও মোবাইল হাতিয়ে নেয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.  ফারুক জানান, ওই প্রতারককে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বাসা লালবাগের আমলিগোলার চান্দা বেকারি পাম্প এলাকায়।