ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৮০৯

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৪:৫১ পিএম
গ্রেপ্তার। প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরও ৫২৮ জন। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান, একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি বার্মিজ চাকু এবং একটি রাবার কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৮১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮০৯ জনকে।