ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

১৮ দিনে এলো ৯ হাজার ১৯৯ কোটি টাকার রেমিট্যান্স

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৯:৫৯ পিএম
১৮ দিনে প্রবাসীরা পাঠালেন ১৯ হাজার ১৯৯ কোটি টাকা । ছবি- সংগৃহীত

চলত অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৫৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৯ হাজার ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা। 

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের এই সময়ের মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০৯ কোটি ২২ লাখ ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৮ লাখ ১০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ইসলামী ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা ৩৮ কোটি ২৯ লাখ ৩০ হাজার ডলার। দ্বিতীয় স্থানে অবস্থান করছে অগ্রণী ব্যাংক, যার মাধ্যমে প্রবাসী আয় হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৩২ লাখ ৫০ হাজার ডলার।

অন্যান্য ব্যাংকের মধ্যে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় হয়েছে ১০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ১৯ লাখ ৭০ হাজার ডলার, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার এবং আবারো জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ৬৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে, অক্টোবরের প্রথম ১৮ দিনে দেশি ও বিদেশি ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি ব্যাংক বিদেশি। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।