পবিত্র ঈদুল আজহার প্রস্তুতির সময় ক্রেতাদের পাশে দাঁড়াতে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে সিঙ্গার-বেকো। ‘সোলিউশন কার্ড’ নামে এই ক্যাম্পেইন দেশের বাজারে প্রথমবারের মতো চালু করা হলো।
যা শুধুমাত্র একটি অফার নয়, বরং এটি প্রতিষ্ঠানটির সহানুভূতি, দায়িত্ববোধ ও ব্যবহারিক সহায়তার একটি উদাহরণ হিসেবে কাজ করছে।
ভোক্তা ও বাজার বিশ্লেষণভিত্তিক এই ক্যাম্পেইন এরই মধ্যে সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। রাজশাহীর মোসাম্মৎ জিন্নাতুন্নেস হলেন প্রথম গ্র্যান্ড প্রাইজ বিজয়ী, যিনি ফ্রিজার কিনে পেয়েছেন একটি সম্পূর্ণ হাউসফুল অ্যাপ্লায়েন্স প্যাকেজ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও অনেক ক্রেতা ইতোমধ্যেই বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন, যা তাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। এই অফার ঈদুল আজহার আগের দিন পর্যন্ত চলবে।
সিঙ্গার-বেকোর যে কোনো আউটলেট থেকে রেফ্রিজারেটর, ফ্রিজার, টেলিভিশন, ওয়াশিং মেশিন কিংবা মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতারা পাবেন একটি ‘সোলিউশন কার্ড’।
স্ক্র্যাচ করে খুললে পাওয়া যাবে দারুণ সব পুরস্কার, বিশেষ করে ‘হাউসফুল অ্যাপ্লায়েন্স সল্যুশন’ যেখানে রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্রাইন্ডার এবং রিচার্জেবল ফ্যান।
এছাড়া কেউ কেউ একটি করে ফ্রি অ্যাপ্লায়েন্সও পেতে পারেন যেমন- টিভি, ওভেন, ফ্যান বা গ্রাইন্ডার। শুধু তাই নয়, প্রতিটি কার্ডেই থাকছে নিশ্চিত সুবিধা, যেমন এলপিজি গ্যাস বিল ছাড় এবং ঈদের কেনাকাটায় ডিসকাউন্ট, যা বাস্তবিকভাবেই ঈদের প্রস্তুতিকে আরও স্বস্তিদায়ক করে তুলবে।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ বলেন, “সিঙ্গার-বেকো শুধু পণ্য বিক্রি করে না, আমরা সমস্যার সমাধান দিই। সোলিউশন কার্ড আমাদের আন্তরিক একটি উদ্যোগ, যার মাধ্যমে আমরা প্রমাণ করছি যে আমরা আমাদের গ্রাহকদের কথা শুনি, তাদের যত্ন নেই এবং বাস্তব পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ— বিশেষ করে ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে।”
স্মার্ট ও আনন্দময় ঈদের প্রস্তুতির অংশ হতে এবং এই ব্যতিক্রমী অফারের সুবিধা নিতে আজই ঘুরে আসুন আপনার নিকটস্থ সিঙ্গার-বেকো শোরুমে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন