সেবার মানোন্নয়নে নিরাপত্তা ব্যবস্থা আপডেটের কারণে কিছু ব্যবহারকারী নগদ অ্যাপে গুগলের ‘প্লে প্রোটেক্ট’ সতর্কবার্তা পেয়েছেন। তবে এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুগলের সিকিউরিটি নীতিমালার আপডেটের কারণে কিছু গ্রাহকের ফোনে এই সতর্কবার্তা দেখা যেতে পারে, যা অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হতে পারে। বিষয়টি নজরে আসার পর নগদের টেকনিক্যাল টিম দ্রুত গুগলের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানে কাজ করছে।
নগদ আশ্বস্ত করে জানিয়েছে, অ্যাপটি সম্পূর্ণরূপে নিরাপদ এবং সকল প্রয়োজনীয় নিরাপত্তা নীতিমালা অনুসরণ করে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কোনভাবেই সংরক্ষণ করা হয় না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পরিস্থিতির সুযোগ নিয়ে একটি সংগঠিত মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা নগদের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করার প্রচেষ্টার অংশ। গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাচাই-বাছাইবিহীন তথ্য দেখে বিভ্রান্ত না হতে।


