সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
সমাবেশে মহিলা নেত্রীসহ কয়েক হাজার নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে চিশতির সমর্থকেরা বলেন, চিশতি আওয়ামী লীগের আমলেও ধানের শীষ প্রতীকে দুইবার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং এলাকায় উন্নয়নধর্মী কাজের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দল তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে বিজয় নিশ্চিত।
তারা আরও দাবি করেন, চিশতির জনপ্রিয়তার কারণেই প্রতিপক্ষরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এসব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পুলিশের সহায়তায় পুরো কর্মসূচি কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।


