ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জীবননগর-কোটচাঁদপুর সড়কের ওপর গাছ ফেলে ডাকাতি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:১১ পিএম
সড়কের ওপর গাছ ফেলে পথ আটকিয়ে ডাকাতি। ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে পুলিশ বক্সের ঠিক সামনে জীবননগর-কোটচাঁদপুর সড়কের ওপর গাছ ফেলে পথ আটকিয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায়।

ভুক্তভোগী মেহেদী হাসান জানান, তিনি ও তার দুই সঙ্গী মোস্তাক ও আরিফুল কোটচাঁদপুরে ওয়াজ মাহফিল শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার ওপর ফেলা একটি বড় মেহগনি গাছের কারণে পথ আটকে যায়।

এ সময় ডাকাত দল ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাদের ঘিরে ধরে। ডাকাতরা তাদের কাছ থেকে ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই স্থানে দাঁড়ানো দুটি ট্রাক চালকের কাছ থেকেও অর্থ লুটে নেয় ডাকাতরা।

মেহেদী অভিযোগ করেন, ‘ঘটনাস্থল পুলিশ বক্সের ঠিক সামনে হওয়ায় এটি আরও উদ্বেগজনক।’

স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ডাকাতদলের সঠিক পরিচয় শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।’