শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১১:৫০ এএম

স্টেপ ফুটওয়্যার ও এআইইউবি’র অ্যাডস্পায়ার প্রতিযোগিতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৫, ১১:৫০ এএম

স্টেপ ফুটওয়্যার ও এআইইউবি’র অ্যাডস্পায়ার প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

স্টেপ ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেড এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর বিজনেস ক্লাবের যৌথ উদ্যোগে ‘অ্যাডস্পায়ার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এআইইউবি ক্যাম্পাসে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিযোগিতায় ‘স্নিকার্সে জীবনের গল্প’, ‘ছোট মুহূর্ত ও বড় উপলক্ষ’, ‘স্টাইলিশ স্টেপ’, এবং ‘ওয়াক দ্যা টক’- এই চারটি ক্যাটাগরিতে ১০০টিরও বেশি দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪০টি দলের ভিডিও স্টেপ ফুটওয়্যারের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। চূড়ান্ত পর্যায়ে প্রতিটি ক্যাটাগরি থেকে নির্বাচিত চারটি করে মোট ১৬টি দল ফাইনালে অংশ নেয়।

দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির ও সিইও আমিনুল ইসলাম শামীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষকবৃন্দ, ড. ফারহিন হাসান, ড. রেজবিন নাহার, ড. মোহাম্মাদ ফরিদুল আলম, ড. জিয়ারত হোসেন খান এবং ড. মোহাম্মাদ আলী প্রমুখ। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল, মোহাম্মাদ নিয়াজ মজুমদার এবং সৌমেন্দ্র শঙ্কর দাস।

প্রাণবন্ত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে- ‘টিম ডমিনেটর’। যার সদস্যরা হলেন- সাব্বির আহমেদ শুভ, রাকিব হাসান, মো. ইমন খান ও শাহরিয়ার কবির শেকো। প্রথম রানার্স আপ হয়েছে ‘দি ট্রিও’। যার সদস্যরা হলেন- চয়ন অধিকারী, ওয়াসেল চৌধুরী ও স্বপ্নিল মিহন।

এছাড়া, দ্বিতীয় রানার্স আপ হয়েছে- ‘পিচ পারফেক্ট’, যার সদস্যরা হলেন- নুজহাত মিহিকা, শেখ নাবিল রহমান, আশফিয়া মাহমুদ ইয়ানা ও আবতাহি আবরার। আর তৃতীয় রানার্স আপ হয়েছে- ‘সোল-ওয়াক’, যার সদস্যরা হলেন- মো. মাহামুদুল হোসেন রাব্বি, মো. ফারহান সাদিক, মুমতাহিনা বিনতে হোসেন ও নাজমুল হাসান রাফি।

পুরস্কার হিসেবে- চ্যাম্পিয়ন দল পেয়েছে ৩০ হাজার টাকা, প্রথম রানার্স আপ দল ২০ হাজার টাকা, দ্বিতীয় রানার্স আপ দল ১০ হাজার টাকা, এবং তৃতীয় রানার্স আপ দল পেয়েছে ৫ হাজার টাকা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও বিচারকমণ্ডলী বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন।

এই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাব প্রকাশে এক অনন্য সুযোগ করে দিয়েছে, যা ভবিষ্যতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে মনে করেন সংশ্লিষ্টরা।

আরবি/এফআই

Link copied!