ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রাজধানীতে গাড়ির ধাক্কায়, নারীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৫০ পিএম
প্রতীকি ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন চন্দ্রিমা উদ্যানে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় আয়েশা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় একটি বেপরোয়া গতির গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেল নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার সেন্টারে (ওসেক) দায়িত্বরত চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।’

‘তার মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ভিকটিমের ভোটার আইডি কার্ড থেকে তার নাম-ঠিকানা শনাক্ত করা হয়েছে। নিহতের নাম মোছা. আয়েশা বেগম, ঠিকানা- ১৬২/২/৩/৪, রোড নং-৭, দক্ষিণ বিশিল, মিরপুর, ঢাকা।’

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক গাড়িটি শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।