ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রাজধানীতে স্টিল মিলে চুল্লি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০২:৫৫ এএম
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। ছবি- সংগৃহীত

রাজধানীর কদমতলীর লামা পাড়ায় ‘কামাল স্টিল’ মিলে লোহা গলানোর চুল্লি থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আক্তার হোসেন (৩৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়ে মারা গেছেন।

নিহত আক্তার কদমতলীর শ্যামপুরের শাহী মসজিদ এলাকার সামির উদ্দিনের ছেলে। পরিবার নিয়ে বর্তমানে তিনি কদমতলী এলাকায় ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যার পর তাকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, ‘আমার স্বামী কদমতলীর কামাল স্টিল মিলে লোহা গলানোর কাজ করতেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার কিছুক্ষণ আগে লোহা গলানোর চুল্লি থেকে হঠাৎ বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শ্রমিক আক্তার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।