ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বিজয় সরণি-ফার্মগেট রুটে মেট্রোর গতি ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:০৩ পিএম
মেট্রোরেল চলাচল। ছবি - সংগৃহীত

রাজধানীর খামারবাড়ি ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে বিয়ারিং প্যাড খসে পড়ার ঘটনায় এক পথচারীর মৃত্যুর পর ওই রুটে ট্রেনের গতি ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে দেখা যায়, বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোরেলের গতি ঘণ্টায় মাত্র ১০ কিলোমিটার, যেখানে অন্য অংশে তা ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত ছিল।

আজ দুপুর ১২টার দিকে এক যাত্রী আগারগাঁও স্টেশন থেকে সচিবালয়গামী ট্রেনে যাত্রা করেন। তিনি বলেন, বিজয় সরণি স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনের গতি হঠাৎ কমে যায়। এই ধীরগতিতে চলার ফলে ট্রেনের ভেতরেও যাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়।

এক যাত্রী বলেন, ‘আগেও এই অংশে ট্রেনের গতি একটু কম ছিল, কিন্তু এখন আরও ধীরে চলছে। সম্ভবত দুর্ঘটনার পর ঝুঁকি এড়াতেই এমন করা হয়েছে। গুগল ম্যাপে গতি পরিমাপ করে দেখেছি, বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত গতি মাত্র ঘণ্টায় ১০ কিলোমিটার।

গতি কমার বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, ‘ফার্মগেট স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন আগের তুলনায় ট্রেনের গতি কমানো হয়েছে। তবে কেন কমানো হয়েছে বা এর কারণ কী- তা এখনই বলতে পারছি না।’

এদিকে গতকাল রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী আবুল কালাম আজাদ (৩৫) নিহত হন। ভারী ওই প্যাডটি পড়ার সময় ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলে আগারগাঁও-উত্তরা অংশে এবং সন্ধ্যায় শাহবাগ-মতিঝিল অংশে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। তবে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে সারারাত ট্রেন চলাচল বন্ধ ছিল।