ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৪২ পিএম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজহার আলী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা ডেপুটি ইঞ্জিনিয়ার মো. মনির জানান, আজহার বেজমেন্টে পানি বের করার জন্য মটর চালাচ্ছিলেন। কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আজহার ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রাজা বারিয়া গ্রামের আসম আলীর ছেলে। তিনি বর্তমানে ওই নির্মাণাধীন ভবনের এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।