বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে সারা দেশে ধানের শীষের আওয়াজ তুলে সব ষড়যন্ত্র বিলীন করবে বিএনপি। রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে।’
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীর উদ্যোগে আয়োজিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্যাতিত মানুষের প্রতিনিধি হবেন তারেক রহমান উল্লেখ করে তালুকদার খোকন আরও বলেন, ‘দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এজন্য সবাইকে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত থাকতে হবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীসহ আরও অনেকে।



