ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

নান্দাইলের সন্ত্রাসী তানভির গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৩২ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কলেজছাত্র হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় ১০ জনকে কুপিয়ে পঙ্গু করার অভিযোগে পলাতক থাকা ময়মনসিংহের সন্ত্রাসী তানভিরকে (২৩) গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

জানা গেছে, তানভির নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধরুয়া গ্রামের উসমান খাঁর ছেলে।

এলাকায় তিনি একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। চাঁদা দাবি বা জমি দখলে বাধা পেলেই সে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে হামলা চালাতেন। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করেছেন।

গত ২১ এপ্রিল গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় মারফত আলী ফকির (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেন তানভির।

নিহত মারফত নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কাশেম আলী ফকিরের ছেলে। ঘটনার পর তানভির নিজের ফেসবুকে লাইভে এসে হত্যার দায় স্বীকার করে আরও কয়েকজনকে হত্যার হুমকি দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন এবং মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে হুমকি দিতেন।

গোপন সূত্রে খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ দক্ষিণখান থানার সহায়তায় আশকোনা এলাকা থেকে তানভিরকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ময়মনসিংহে একটি ও নান্দাইলে ছয়টি—মোট সাতটি মামলা রয়েছে। সব কটিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, কিন্তু এত দিন সে ধরা পড়েননি।

মারফত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর থানার উপপরিদর্শক মো. হানিফ উদ্দিন জানান, ‘চার দিনের রিমান্ড চেয়ে তানভিরকে আদালতে পাঠানো হয়েছে।’