ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পুলিশের নির্বাচনি দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৭:১৭ পিএম
কর্মশালার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। ছবি- সংগৃহীত

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে চতুর্থ পর্যায়ের ষষ্ঠ ব্যাচের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার (২৭ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে সমাপ্ত হয়েছে।

‘থাকবে পুলিশ জনপদে, ভোট দেবেন নিরাপদে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালার সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শন করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই জেলা পুলিশের মূল লক্ষ্য। নির্বাচনি দায়িত্ব পালনের সময় জনগণের প্রতি বিনয়ী আচরণ, আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ় অবস্থান এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি। এ ধরনের প্রশিক্ষণ সদস্যদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে, যা নির্বাচনি দায়িত্ব সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন ইউনিট থেকে ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।