শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:০৯ পিএম

এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০২:০৯ পিএম

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসডিআইর আয়োজনে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসডিআইর আয়োজনে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি- রূপালী বাংলাদেশ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই) এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক একটি প্রাসঙ্গিক ও মননশীল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। যা তরুণদের বৈশ্বিক কর্মদক্ষতা ও যোগাযোগে পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)-এর চেয়ারম্যান শামসুল আলম লিটন। তিনি বলেন, ‘বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয় বরং স্মার্ট কমিউনিকেশন স্কিল ও গ্লোবাল ওয়ার্ক কালচারের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করে। ‘ইংলিশ ফর ওয়ার্ক’ কর্মসূচি সেই পরিবর্তনমুখী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’

সেমিনারে ব্যাংকক থেকে ভার্চুয়ালি যুক্ত হন এসডিআই পরিচালক ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘এসডিআই প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে। এই আয়োজন তারই একটি অংশ, যার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করতে পারবে।’

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘আন্তঃব্যক্তিক দক্ষতা, কার্যকর উপস্থাপন কৌশল এবং গ্লোবাল ওয়ার্কফোর্সের চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।’

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র IELTS ইন্সট্রাকটর ও গবেষক মোজাম্মিল মোবারক হোসাইন, জান্নাতুল ফাহিম এবং মিরাজ হোসেন। আলোচনায় উঠে আসে বাস্তবভিত্তিক ইংরেজি দক্ষতা অর্জনের উপায় ও এর প্রাসঙ্গিকতা।

সেমিনারটি সঞ্চালনা করেন এসডিআই কর্মকর্তা তানঝিম আরা ইঝুম এবং তত্ত্বাবধান করেন ব্যারিস্টার জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিওটি সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এ.বি.এম. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের উপদেষ্টা, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। এসডিআই ভবিষ্যতেও এমন যুগোপযোগী কর্মশালা ও সেমিনার আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Shera Lather
Link copied!