জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে পড়ে মো. আরিফুল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে কাজ করার সময় তিনি ভবনের ওপর থেকে পড়ে যান। পরে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুল ঠিকাদারি প্রতিষ্ঠান অনিক ট্রেডিং করপোরেশনের অধীনে মোজাইক কর্মী হিসেবে কাজ করতেন।
সহকর্মীরা জানান, কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিংতম তার মুখে আঘাত ও দাঁত ভাঙার কথা জানান। এরপর তাকে দ্রুত এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
অনিক ট্রেডিং করপোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমাদের নির্মাণকাজ বর্তমানে স্থগিত রয়েছে। তবে কিছু শ্রমিক ভবনে অবস্থান করছিল। ধারণা করছি, অসাবধানতাবশত তিনি পড়ে গেছেন।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাস্টারপ্ল্যানবিহীন উন্নয়ন প্রকল্প বন্ধ রাখার নির্দেশনা সত্ত্বেও নির্মাণকাজ চলমান ছিল। উপাচার্য বা প্রক্টরের ঘটনা সম্পর্কে না জানার বিষয়টি নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ দুর্ঘটনা এড়ানো যেত।
ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জরুরি প্রশাসনিক সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রকল্প পরিচালক নাসির উদ্দিন, তদারকি কমিটির শিক্ষকরা, ঠিকাদারি প্রতিষ্ঠান, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শুধু ক্ষতিপূরণ নয়, দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
আপনার মতামত লিখুন :