বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১১:৫২ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৭ কড়াকড়ি নির্দেশনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১১:৫২ পিএম

মাউশির লোগো। ছবি- সংগৃহীত

মাউশির লোগো। ছবি- সংগৃহীত

দেশের সব স্কুল ও কলেজে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রমে গতি আনতে প্রতিষ্ঠান প্রধানদের সাতটি কড়াকড়ি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৬ আগস্ট) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হলো

১. কার্যক্রম সচল রাখা: মাউশির আওতাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম সক্রিয়ভাবে চালাতে হবে।

২. নিয়মিত মিটিং করা: ট্রুপ ও ক্রু মিটিং নিয়মিত আয়োজন করতে হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

৩. ত্রৈমাসিক প্রতিবেদন দাখিল: ইউনিট গঠন, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের প্রতিবেদন প্রতি তিন মাস শেষে, পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশির আঞ্চলিক অফিসে পাঠাতে হবে। আঞ্চলিক অফিসগুলো তা ১০ তারিখের মধ্যে ই-মেইলে (rovscout25@gmail.com) কেন্দ্রীয় দপ্তরে পাঠাবে।

৪. তহবিল ব্যবস্থাপনা: স্কাউট/রোভার তহবিল থেকে অর্থ উত্তোলন করতে হবে প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে এবং তা শুধু স্কাউটিং কার্যক্রমেই ব্যয় করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি যথাযথ কর্তৃপক্ষের (উপজেলা/জেলা স্কাউটস) কাছে নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে।

৫. বার্ষিক পরিকল্পনা: স্কাউট/রোভার লিডারদের এক বছরের পরিকল্পনা সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদনক্রমে গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এর তদারকি নিশ্চিত করতে হবে।

৬. লিডার না থাকলে দ্রুত নিয়োগ: যেসব প্রতিষ্ঠানে স্কাউট বা রোভার লিডার নেই, প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত জেলা বা আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

৭. বার্ষিক প্রতিবেদন প্রেরণ: স্কাউটিং কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে আঞ্চলিক অফিসে এবং সেখান থেকে ফেব্রুয়ারির মধ্যে মাউশির কেন্দ্রীয় দপ্তরে ই-মেইলে পাঠাতে হবে।

এ ছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্কাউট ও রোভারদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি স্পষ্টভাবে জানিয়েছে, এসব নির্দেশনা পালনে অবহেলা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নে স্কাউটিংয়ের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানপ্রধানদের যথাযথ দায়িত্ব পালনের ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে।

Shera Lather
Link copied!