বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৮:২০ পিএম

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামকরণে ঢাবি শিক্ষার্থীদের আপত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৮:২০ পিএম

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামকরণে ঢাবি শিক্ষার্থীদের আপত্তি

ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঘোষিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামের প্রতি আপত্তি জানিয়ে তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। শিক্ষার্থীদের আশঙ্কা, নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় ভবিষ্যতে নানা বিভ্রান্তি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বরাবর এ স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

এছাড়া, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১. নতুন বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ‘ঢাকা’ শব্দটি বাদ দিতে হবে।
২. বিভ্রান্তি এড়াতে সম্পূর্ণ ভিন্ন, স্বতন্ত্র ও মৌলিক একটি নাম নির্ধারণ করতে হবে, যেমন ‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ (Central University of Bangladesh) বা ‘মহানগর বিশ্ববিদ্যালয়’ (Metropolitan University)।
৩. ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিকট আনুষ্ঠানিক আপত্তি জানিয়ে নাম পরিবর্তনের জন্য সুপারিশ করতে হবে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা পাঁচটি বিষয় তুলে ধরেন:

নামজনিত বিভ্রান্তি: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’ ও ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’— দুটি নামের মধ্যে মাত্র একটি শব্দের পার্থক্য থাকায় এটি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।

স্থানীয় পর্যায়ে জটিলতা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য পার্থক্য করা কঠিন হবে, যা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।

প্রতারণার ঝুঁকি: নতুন নামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল থাকায় টিউশন জালিয়াতি বা প্রতারণার সুযোগ তৈরি হতে পারে।

চাকরির বাজারে প্রতিকূলতা চাকরির আবেদন প্রক্রিয়ায় দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে, যা তাদের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে সমস্যা বিদেশি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মধ্যে বিভ্রান্তি দেখা দিতে পারে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন করতে পারে।

স্মারকলিপিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার সংক্ষিপ্ত রূপ ‘DU’ দেশ-বিদেশে সুপরিচিত। নতুন প্রতিষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সাদৃশ্য রয়েছে। ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামের উচ্চারণ ও সংক্ষিপ্ত রূপ (DU ও DCU) প্রায় একই রকম শোনায়, যা শিক্ষার্থীদের পরিচয়, টিউশন, চাকরি এবং আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
 

আরবি/একে

Link copied!