ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

তিতুমীর কলেজে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় বিতর্ক উৎসব ২০২৫

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১০:৩৭ পিএম
বিতর্ক উৎসবে ২৫০ জন প্রতিযোগী অংশ নেবেন। ছবি-রূপালী বাংলাদেশ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বিতর্ক ক্লাবের উদ্যেগে দুই দিনব্যাপী শহীদ তিতুমীরের স্মরণে  ১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ আয়োজিত হতে যাচ্ছে। 

‘তোমার আলোর রথ চালিয়ে ভাঙবো ঘুমের দ্বার’ এই স্লোগানকে সামনে রেখে আগামী শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং শনিবার (৩০ আগস্ট) সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিতর্ক উৎসব আয়োজিত হবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ  আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ, উপাধাক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. এম. এম. আতিকুজ্জামান।

এছাড়াও উপস্থিত থাকবেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.  আসমা বেগম, মাইকেল মধুসূদন দত্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান, ৬ কলেজের অধ্যক্ষবৃন্দ।

এতে সভাপতিত্ব করবেন বিতর্ক ক্লাবের মডারেটর ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব শেখ নাজিয়া জাহান। ডিরেক্টর ও কো-ডিরেক্টর হিসেবে থাকবেন ক্লাবের বর্তমান সভাপতি হাবিবুল্লাহ রনি ও সাধারণ সম্পাদক সাদিয়া তাসনুভা। আহব্বায়কের দায়িত্ব পালন করবে বিতর্ক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জয়।

‎এই বিষয়ে ‎বিতর্ক ক্লাবের সভাপতি হাবিবুল্লাহ রনি বলেন, ‘সরকারি তিতুমীর কলেজের ঐতিহ্যবাহী সহ-শিক্ষামূলক সংগঠন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব(জিটিসি ডিসি) ২০১৭ সালের ৭ই মার্চ থেকে ক্যাম্পাসে বিতর্কচর্চা করে আসছে। বিতর্ক চর্চার অংশ হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন করে থাকে যা শিক্ষার্থীদের মেধা,মনন ও চিন্তাকে শাণিত করে।’

তিনি বলেন, ‘সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব বিশ্বাস করে জ্ঞানকে প্রজ্ঞার মাধ্যমে বিকশিত করার সর্বোত্তম মাধ্যম হলো বিতর্ক। বিতর্ক শুধু মতামত প্রকাশের ক্ষেত্র নয়; এটি আত্মবিশ্বাস সঞ্চার, পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলা এবং ভিন্নমতকে যুক্তি দিয়ে গ্রহণ করার মানসিকতা তৈরি করে।’

হাবিবুল্লাহ রনি বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে আমরা যুক্তিবাদী জাতি গঠনের বার্তা তিতুমীর থেকে সারা বাংলাদেশে পৌছে দিতে চাই। আমরা বিশ্বাস করি একটি আদর্শ দেশ ও জাতি গঠনের জন্য যুক্তিবাদী চিন্তার কোন বিকল্প নেই।’

‎তিনি আরও বলেন, ‘তারুণ্যের বাংলাদেশে শুদ্ধতার এই চার্চা ছড়িয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সর্বস্তরের শিক্ষার্থীরা যুক্তির আলোয় নিজেদের উদ্ভাসিত করার সুযোগ থাকবে, যা তিতুমীরের বাতাসে নতুন দিগন্তের সূচনা করবে।’



‎উল্লেখ্য, ‘শহীদ তিতুমীর স্মৃতিস্মারক জিটিসি ডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৫’ এ সারা দেশ থেকে প্রায় ৫০ টি বিশ্ববিদ্যালয় (পাবলিক,প্রাইভেট, সরকারি কলেজ) অংশগ্রহণ করবে। যেখানে এশিয়ান সংসদীয় বিতর্ক ,বারোয়ারী বিতর্ক, স্বতন্ত্র বিচারক এই ৩টি সেগমেন্টে প্রায় ২৫০ জন প্রতিযোগী এবং সনামধন্য বিচারক প্যানেলের ৬০ জন বিচারক উপস্থিত থাকবেন।