ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ঘটেছে এক বিতর্কিত ঘটনা। ভাঙচুর করা হয়েছে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ড। বিকৃত করা হয়েছে প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি।
তবে সেই ছবিকেই নিজের প্রচারণার হাতিয়ার বানিয়েছেন তামান্না। মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’
একই সঙ্গে উল্লেখ করেছেন নিজের নাম ও ব্যালট নম্বর (২০৪)। তামান্না উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের পড়াশোনা করছেন এবং কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী।
তামান্নার পোস্ট শেয়ার দিয়ে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম লিখেছেন, ‘প্রতিবাদ হোক ব্যালটে।’
তামান্না পরে আরেকটি পোস্টে বিশ্ববিদ্যালয়ের কমনরুম ও স্যানিটেশন ব্যবস্থার সমস্যা তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, নারী শিক্ষার্থীদের জন্য যদিও কমনরুম রয়েছে, পুরুষদের জন্য তা নেই। কমনরুমের সংখ্যা ও আয়তন শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী অপ্রতুল, এবং যথাযথ ব্যবস্থাপনা নেই। তিনি প্রস্তাব দিয়েছেন:
- বিভাগ ও জোনভিত্তিক কমনরুম স্থাপন।
- শিক্ষার্থী সংখ্যার অনুপাতে কমনরুমের আয়তন সম্প্রসারণ।
- বিশ্রামের উপযুক্ত ব্যবস্থা।
- পুরুষ কর্মচারীর প্রবেশ সীমিত রাখা ও নারী শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষা।
- পর্যাপ্ত আলো ও বাতাসসহ স্যানিটেশন নিশ্চিত করা।
তামান্না উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ের ওয়াশরুম ও স্যানিটেশন ব্যবস্থার তদারকি নেই। অধিকাংশ ডিপার্টমেন্টে একাধিক মেইল ও ফিমেইল ওয়াশরুম না থাকার পাশাপাশি বিদ্যমান ওয়াশরুম নষ্ট হলে শিক্ষার্থীরা ভোগান্তির সম্মুখীন হন।
তিনি আরও বরেন, ‘আবর্জনা নিয়মিত ফেলা হয় না, ওয়াশরুম পরিষ্কার রাখা হয় না, হ্যান্ডওয়াশ রিফিল ও হ্যান্ড টাওয়েল পরিবর্তন হয় না। তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস পরিচ্ছন্নতা বজায় রাখতে ধারাবাহিক সচেতনতা প্রচারণার আহ্বান জানিয়েছেন।’
সবশেষে তামান্না বলেন, ‘ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব করে তোলা এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। সক্ষমতার আলোকে আমরা ক্যাম্পাস বিনির্মাণ করব, ইনশাআল্লাহ।’