ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-কে কেন্দ্র করে রিটার্নিং অফিসার প্রার্থীদের জন্য অতি জরুরি নির্দেশনা জারি করেছেন।
নির্বাচনী প্রচারণার জন্য যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন বা বোর্ড ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন, তাদের আজ বিকেলের মধ্যে সব প্রচারণামূলক সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য শুধুমাত্র সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো এবং বিতরণ করা যাবে। কোনো প্রার্থী পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙাতে পারবেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের রিটার্নিং অফিসার ও আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে এসব প্রচারণামূলক সামগ্রী ব্যবহারকারী প্রার্থীদের আজ বিকেল ৩টার মধ্যে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
টাস্কফোর্স সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য অনুরোধ জানিয়েছে।