প্রকৌশল খাতের সংকট নিরসনের দাবিতে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) শিক্ষার্থীরা গাজীপুরে সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়িতে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
এ সময় শিক্ষার্থীরা বিএসসি বনাম ডিপ্লোমা প্রকৌশলীদের বিতর্কের প্রেক্ষিতে চার দফা দাবি তুলে ধরেন।
ডুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবি:
১. আইইবি (IEB)-এর সদস্যপদ ব্যতীত কেউ নিজের নামের পূর্বে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না।
২. মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে ন্যায়সংগত ও সর্বজনগ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করবে।
৩. বিএসসি প্রকৌশলীদের জন্য সরকারি খাতে এন্ট্রি-পোস্ট বৃদ্ধি এবং বেসরকারি খাতে সুনির্দিষ্ট বেতন কাঠামো ও চাকরি-নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়ন।
৪. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া বহাল রাখতে হবে।